স্বপ্নের ক্লাবে নতুন অধ্যায়: ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রায়ান এমবুমো

স্পোর্টস প্রতিবেদক | প্রকাশ: ২২ জুলাই, ২০২৫, ০৬:৪০ পিএম
স্বপ্নের ক্লাবে নতুন অধ্যায়: ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রায়ান এমবুমো

ছেলেবেলার স্বপ্ন পূরণ হলো ব্রায়ান এমবুমোর। গায়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি চাপিয়ে শৈশবে খেলা এই ফরাসি-ক্যামেরুনীয় উইঙ্গার অবশেষে পা রাখলেন সেই ক্লাবে, যেটিকে তিনি ছোটবেলা থেকেই হৃদয়ে ধারণ করে এসেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রেন্টফোর্ড থেকে ইউনাইটেডে যোগ দিয়ে নিজের স্বপ্নের ক্লাবের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি।

ব্রায়ান এমবুমোর ট্রান্সফার নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল সংবাদমাধ্যমে। শেষ পর্যন্ত সোমবার (২১ জুলাই) ইউনাইটেড এক বিবৃতিতে তার যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ২৫ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ক্লাবটি, যার সঙ্গে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। ট্রান্সফার ফি হিসেবে ব্রেন্টফোর্ড পাবে সাড়ে ছয় কোটি পাউন্ড, সঙ্গে পারফরম্যান্সভিত্তিক আরও ৬০ লাখ পাউন্ড।

২০১৯ সালে ব্রেন্টফোর্ডে যোগ দিয়েছিলেন এমবুমো, সে সময় ক্লাবটির ইতিহাসে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফিতে। সেখানেই তিনি ধাপে ধাপে নিজেকে গড়ে তুলেছেন, বিশেষ করে গত মৌসুমে প্রিমিয়ার লিগে ২০টি গোল করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ছিলেন লিগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। এমন পারফরম্যান্সের পর তার পেছনে ছুটে টটেনহ্যাম হটস্পার, নিউক্যাসল ইউনাইটেড, চেলসি ও আর্সেনালের মতো বড় ক্লাবগুলো। শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয়ী হয় ম্যানচেস্টার ইউনাইটেড।

এমবুমোর জন্ম ফ্রান্সে। বাবা ক্যামেরুনীয় এবং মা ফরাসি। বয়সভিত্তিক পর্যায়ে ফ্রান্সের হয়ে অনূর্ধ্ব-২১ পর্যন্ত খেলেছেন তিনি। তবে জাতীয় দলে বেছে নিয়েছেন বাবার দেশ ক্যামেরুনকে। ১৪ বছর বয়সে যোগ দেন ফ্রান্সের তোয়াহ ক্লাবে, সেখান থেকেই পেশাদার ফুটবলের যাত্রা শুরু।

ব্রেন্টফোর্ডে কাটানো ছয় বছরে নিজেকে একজন কার্যকর উইঙ্গার হিসেবে প্রমাণ করেছেন এমবুমো। মূলত ডান উইংয়ে খেললেও প্রয়োজন অনুযায়ী তিনি সেন্টার ফরোয়ার্ড হিসেবেও দারুণ কার্যকর। তার গতি, গোলের ঘ্রাণ শোঁকার ক্ষমতা এবং ড্রিবলিং দক্ষতা ইউনাইটেডে তার গুরুত্ব বাড়াবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়ায় এমবুমো বলেন, “যখনই জানতে পারি ম্যানচেস্টার ইউনাইটেড আমাকে দলে চায়, তখনই সিদ্ধান্ত নিই। এই ক্লাবের জার্সি গায়ে বড় হয়েছি, এখন বাস্তবেই সেই জার্সি পরতে পারব—এটাই তো স্বপ্নপূরণ।”

তিনি আরও বলেন, “আমার মানসিকতা হলো প্রতিদিন উন্নতির চেষ্টা করা। কোচ হুবেন আমুরি থেকে শেখা এবং বিশ্বমানের খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ আমার জন্য দারুণ অনুপ্রেরণা হবে।”

এখন সামনের চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচগুলো। সেখানেই নতুন জার্সিতে প্রথমবারের মতো মাঠে দেখা যেতে পারে ব্রায়ান এমবুমোকে।

আপনার জেলার সংবাদ পড়তে