শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি এর আওতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস দিনাজপুরের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা।
বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রাবেয়া খাতুন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আকলিমা খাতুন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল, বুনিয়াদপুর সিনিয়র মাদ্রাসার সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন।
শেষে উপজেলার ২০২২-২০২৩ এর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন শিক্ষার্থীকে সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিমান দূর্ঘটনার শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মুনাজাত এবং ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।