নীলফামারীর ডিমলায় নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডিমলা উপ-কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। গত (৫ জুলাই)২০২৫ নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কতৃক অত্র ইউনিয়নের গঠনতন্ত্র এর ১১ নং ধারা মোতাবেক আগামী ৩ বছরের জন্য ১৮ সদস্য বিশিষ্ট ডিমলা উপ-কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি।
এতে আমিনুজ্জামান গাজীকে সভাপতি , শহিদুল ইসলাম খাঁনকে সাধারন সম্পাদক, হাবীবুর রহমান খান লোহানীকে কার্যকরী সভাপতি ও মমিনুর রহমান দিলীপকে সাংগঠনিক সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
এবং গত ২২ জুলাই রাতে জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ডিমলা নব নির্বাচিত উপ-কমিটিকে শপথ বাক্য পাঠ করান। এ সময় জেলা সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানসহ জেলা কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য রাখা হয়েছে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, ডিমলা উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা ও সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।