ভালুকায় চাঁদার দাবিতে প্রধান শিক্ষককে মারধর

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০২:৪২ পিএম
ভালুকায় চাঁদার দাবিতে প্রধান শিক্ষককে মারধর

চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ভালুকা উপজেলার ডাকাতিয়ার পাঁচগাঁও সানরাইজ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করেছে।

অভিযোগে জানা যায়, উপজেলার ডাকাতিয়ার পাঁচগাঁও সানরাইজ উচ্চবিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটিকে কেন্দ্র করে স্থানীয় একদল সন্ত্রাসী প্রধান শিক্ষক আব্দুল মতিনের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবী করে বিভিন্ন ধরনে হুমকি দিয়ে আসছিলো। কিন্তু প্রধান শিক্ষক চাঁদা দিতে অস্বীকার করলে ঘটনার দিন ২১ জুলাই দুপুরে বিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকানে তার উপর হামলার চালায় এবং মারধর করে।  ওই সময় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে ওরা পালিয়ে যায়। পরে, ওই ঘটনায় প্রধান শিক্ষক আব্দুল মতিন বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, ওই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে,অভিযোগের সত্যতা এখনো পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে