“নদী পাড় ভাঙ্গন রোধে ”মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তালতলা-ডহুরী খালে বালু ও মাটিবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের পূর্ব ফেগুসার ও বাড়ৈপাড়া গ্রামবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ২ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, নদী ভাঙন রোধে দুই পাড়ে জিও ব্যাগ স্থাপন ও বাল্কহেড এর অবাধ চলাচল বন্ধ করতে হবে।
বিক্রমপুর খাল বিল ভূমি জলাশয় ও আড়িয়ল বিল সুরক্ষা কমিটির সহযোগিতায় মানববন্ধনে উপস্থিতি ছিলেন, মালখানগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জামান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নুরবানু বেগম, আব্দুল লতিব, মতিন শেখ, হাজী বাচ্চু শেখ, মালেক মোড়ল, নরেন পাল, সুরঞ্জন পাল, ঠাকুর পাল অন্যান্যরা উপস্থিত ছিলেন।