রূপসায় অস্ত্রসহ আটক ৩

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০৪:৪৫ পিএম
রূপসায় অস্ত্রসহ আটক ৩

 রূপসা থানা পুলিশের বিশেষ অভিযানে পিস্তল, রামদা ও চাকুসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নিকট হতে ম্যাগজিনসহ ৭ ইঞ্চি লম্বা একটি পিস্তল, কাঠের বাটসহ লম্বা ২৪ ইঞ্চি একটি রামদা , একটি  স্টিলের তৈরী চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের নিখিল দাস এর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিপুন দাশ (৪১), একই গ্রামের নিখিল মহলীর ছেলে নৃপেন মহলী (৪১) ও নতুন দিয়া গ্রামের মনোরঞ্জন মহন্তের ছেলে অভিজিত মহান্ত (৩০)। 

পুলিশ জানায়, সোমবার (২১ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় রূপসা থানা পুলিশ সংবাদ পায় কতিপয় দুর্বৃত্তরা ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামে পথচারীদের অস্ত্র দেখিয়ে মারধর করছে। সংবাদ পেয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য  অভিযান চালায় ।

রাত ব্যাপী অভিযান চালিয়ে অবশেষে ২২ জুলাই সকালে   দুষ্কৃতিকারীদের ডোবা গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে নর্নিয়া বিলের মধ্যে ঘেরের বাসা থেকে আসামীদেরকে দেশীয় অস্ত্র-সস্ত্র সহ পুলিশ আটক করে। 

এ সময় ধৃত আসামী নিপুন এর দেখানো মতে ডোবা গ্রামের নরনিয়া বিলে নিপুনের মৎস্য ঘেরের বাসার মধ্যে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় পিস্তল উদ্ধার করা হয় । এ ব্যাপারে রূপসা থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। বুধবার আসামিদের জেল হাজতে প্রেরণ করে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অস্ত্রধারী ক্যাডার। তারা বিভিন্ন সময়ে এলাকায় তাদের পূর্ববর্তী প্রভাব খাটিয়ে গোপনে চাঁদাবাজি করে আসছে। তাদের গ্রেফতারের পর তাদের চাঁদাবাজি ও অপরাধের বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে