ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ঝরলো ৪ প্রাণ, ভর্তি ৩১৯ জন

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০৫:৪২ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ঝরলো ৪ প্রাণ, ভর্তি ৩১৯ জন

সারাদেশে ডেঙ্গু সংক্রামণ ক্রমান্বয়েই বেড়েই যাচ্ছে। এতে আক্রান্তের পাশাপাশি ঝরছে তাজা প্রাণ। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্যে অনুাযায়ী, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও চারজন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৯ জন রোগী।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, “গত একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে একজন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগজুড়ে ৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।”

এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, ঢাকা বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬৯ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৩১ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে বরিশাল বিভাগে ১৫ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে দুইজন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মারো গেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

আপনার জেলার সংবাদ পড়তে