সুনামগঞ্জ সীমান্তে ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য আটক

এফএনএস (আবুল কাশেম মোঃ মহিম; সুনামগঞ্জ) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০৫:৫৮ পিএম
সুনামগঞ্জ সীমান্তে ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য আটক

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করা হয়েছে। গত ২২ জুলাই ২০২৫, রাত ১১টা ৪০ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করে নারায়নতলা বিওপির টহল দল। সীমান্ত পিলার ১২১৩/৮-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিক্স ১,৭২৯ পিস, প্রিন্টারের কালি ২৮ পিস, নটিফায়ার অপটিক্যাল ইন্ডাক্টর ৭৬ পিস, হেয়ার রিমুভার ১৫ পিস, কজিক এসিড ১৯ পিস, কফি ৭ প্যাকেট এবং মাল্টিভিটামিন ৩৮ পিস। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত অপরাধ দমনকল্পে আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে।”

আপনার জেলার সংবাদ পড়তে