বাঘায় যাবতজীবন দন্ডিত আসামি গ্রেফতার

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০৭:০৫ পিএম
বাঘায় যাবতজীবন দন্ডিত আসামি গ্রেফতার

রাজশাহীর বাঘায় ১৭ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না যাবতজ্জীবন দন্ডিত মনিরুল ইসলাম লিটন (৪২) নামের এক আসামি। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বাঘা উপজেলার চকনারায়ণপুর পালপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন র‌্যাব। গ্রেফতার লিটন উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানিয়েছে, ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন লিটন। ওই সময় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।  মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন। রায় ঘোষণার পর থেকে লিটন পলাতক ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আছাদণজ্জামান বলেন, লিটনকে গ্রেফতারের পর আমাদের কাছে হস্তান্তর করেন র‌্যাব-৫। আমরা তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।