বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যশোরের অভয়নগর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। আলহেলাল ইসলামী একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুরশীদ আলী ওরফে গোলাম মোর্শেদ সভাপতি ও রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকারিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটির নির্বাহী সভাপতি মোসা: ফাতেমা খাতুন, সিনিয়র সহসভাপতি রুনা লায়লা, মো: রবিউল আলম ও শাহাজাদী খাতুন। সহসভাপতি মো: তারিকুল ইসলাম, শেখ জসীম উদ্দিন, মো: মোস্তাফিজুর রহমান, শামীমা ইয়াসমিন ও শাহিনা পারভীন। নির্বাহী সম্পাদক মো: ওহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক প্রাণেশ কান্তি মন্ডল ও রোজিনা খাতুন। যুগ্ম সম্পাদক মোছা: মাকছুরা পারভীন, মো: এনামুল হক ও নাসিমা খাতুন, সহ-সম্পাদক এস এম আরিফুল ইসলাম, মিলন কুমার বাছাড় ও পারুমিতা মন্ডল। সাংগঠনিক সম্পাদক মো: আশিকুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মনোজ কান্তি রায়, মহিলা সম্পাদক মোছা. লায়লা নাসরীন, সহ-মহিলা সম্পাদক সুমনা ইয়াসমিন, অর্থ সম্পাদক ইমাম মেহেদী মাসুদ, সহ-অর্থ সম্পাদক এম এ মামুন, দপ্তর সম্পাদক বিদ্যুৎ মন্ডল, শিক্ষা সম্পাদক মো: নাজমুছ সাকীবসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে।