শিক্ষার মান উন্নয়নে

বাসাইলে সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

এফএনএস ( টাঙ্গাইল ) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০৮:০৯ পিএম
বাসাইলে সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

টাঙ্গাইলের বাসাইল উপজেলার সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমে ওই বিদ্যালয়ের উদ্যোগে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।  

সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোকনোজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সিনিয়র  সহকারী শিক্ষক বেলায়েত হোসেন, সহকারী শিক্ষক সিরাজুল ইসলামসহ অভিভাবকগণ। এ সময় উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র ছাত্রীরা। 

আপনার জেলার সংবাদ পড়তে