দিঘলিয়ায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফলের চারা বিতরণ

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০৮:১৩ পিএম
দিঘলিয়ায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফলের চারা বিতরণ

দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। গত বুধবার দুপুর ১ টায় দিঘলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে কদবেল, আমলকি, জাম ও পেয়ারার চারা বিতরণের শুভ উদ্বোধন করা হয়। সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ এ সময় উপস্থিত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন জাতের চারা তুলে দেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তোমাদের গাছের চারা দেওয়া হয়েছে। তোমরা চারা রোপন করে তার যত্ন নিতে হবে। এভাবেই শিক্ষার্থীদের গাছ লাগানো ও গাছের পরিচর্যার অভ্যাস গড়ে উঠবে। গাছ পরিবেশের একটা বড় উপাদান। তাই বাড়ির ছাদে ও আঙ্গিনায় এ ধরণের গাছের চারা রোপন করে দেশের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে