সুনামগঞ্জে ইয়থ পিস এ্যাম্বাসেডর গ্রুপ গঠন

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৭ এএম
সুনামগঞ্জে ইয়থ পিস এ্যাম্বাসেডর গ্রুপ গঠন

সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুনামগঞ্জে ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি হলরুমে সুনামগঞ্জ সদর উপজেলা পিএফজির আয়োজনে, দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ ছাত্রদরে নিয়ে ইয়থ পিস এ্যাম্বসেডর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এবি পার্টি সানুমগঞ্জ জেলা আহ্বায়খ ও সুনামগঞ্জ সদর উপজেলা পিএফজির সদস্য জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরাম সুনামগঞ্জ জেলা সভাপতি শাহীনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির কৃষি ও খাদ্য বিষয়ক সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, সুনামগঞ্জ জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহের, শান্তিগঞ্জ পিএফজির এ্যাম্বাসেডর জিয়াউর রহমান জিয়া, সুনামগঞ্জর সদর পিএফজির সদস্য কর্ণবাবু দাস। স্বাগক বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের মাঠ সমন্বয়কারী কুদরত পাশা। সভায় বক্তব্য রাখেন, ছাত্রদলের ছাদিকুর রহমান চৌধুরী, আজগর আলী, রাব্বি আহমেদ, ইব্রাহীম খলিল তুহিন, ইয়াহিয়া হাসান, সাকিব আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরউম্মে সুমাইয়া তাবাসসুম, শবনম দোজা জ্যোতি, ছাত্র ইউনিয়নের, ছাত্র ইউনিয়নের পূর্জ চৌধুরী, দিয়া চৌধুরী, তুর্য দাস, যুব অধিকার পরিষদের মুজাহিদ আলী খোকন, আ বু সাঈদ, সাধারণ ছাত্র অনন্যা তালুকদার, আলী ইমরান, রুমি রানী দাস, ফৌজিয়া রহমান ঊষা প্রমূখ। উপস্থিত সকলেই তাদের এলাকায় ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি ও সহিংসতা প্রশমনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পক্ষে মত প্রকাশ করেন। ইয়থ পিস এ্যাম্বাসেডর গ্রুপ গঠনে একমত হন। তারা বলেন এ গ্রুপ, আগামীতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করে শান্তি-সম্প্রীতির সুনামগঞ্জ গঠনে সহায়তা করবে।

আপনার জেলার সংবাদ পড়তে