পীরগাছায় কিন্ডার গার্টেন ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০২:৪৬ পিএম
পীরগাছায় কিন্ডার গার্টেন ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন

রংপুরের পীরগাছায় কিন্ডার গার্টেন ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন কয়েক শতাধিক শিক্ষক-শিক্ষিকা। বৃহস্পতিবার সকালে পীরগাছা উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। 

বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি, পীরগাছা উপজেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি পীরগাছা উপজেলা শাখার সভাপতি সৈয়দ সামছুদ্দোহা চঞ্চল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিশির কুমার, ক্রীড়া সম্পাদক এস এম সোহেল, নর্থ ভিউ এডুকেশন সোসাইটির সভাপতি আফছার আলী, ডিস্কোভারী কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক নাজমুল হোসেন, চাপড়া মডেল একাডেমির পরিচালক আমিনুল ইসলাম, মিলিনিয়াম চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক আবু নাঈম, আপডেট পাবলিক স্কুলের পরিচালক মশিউর রহমান শুভ, সবুজ-সাথী কিন্ডার গার্টেনের পরিচালক আবুল কালাম আজাদ, সহকারি শিক্ষক মৌসুমী আক্তার মিতু প্রমুখ।

মানববন্ধনে জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, প্রাথমিক বৃত্তি নিয়ে তালবাহানা বন্ধ কর, করতে হবে, প্রাথমিক শিক্ষায় সমান সুযোগ চাই এ ধরনের নানা স্লোগানে মুখর হয়ে ওঠে উপজেলা চত্ত্বর। পরে শিক্ষকরা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: রাসেলের মাধ্যমে প্রধান উপদেষ্টা নিকট স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে উপজেলার ৫০ টি কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। এর আগে উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে