সৈয়দপুরে চলাচলের রাস্তা ঘেষে স্তূপ করে রাখা হয়েছে বালু,পাথর আর খোঁয়া। অনেকটা জায়গার ভাড়া ছাড়াই ব্যবসা। আর এ ব্যবসা এখন গোটা সৈয়দপুর শহর জুড়ে। এতে জনগনের চলাচলে দুর্ভোগ হলেও তাদের কোন যায় আসে না। এদিকে এমন পরিস্থিতি গোটা শহর জুড়ে চলে আসলেও দায়িত্বে থাকা ব্যক্তিদের কোন মাথা ব্যথা নেই। এ ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে যারা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনের জরুরি আইনী ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে অনেকের অভিমত। চলাচলের রাস্তায় এগুলো রেখে সেখান থেকেই আবার বেচাবিক্রি করা হচ্ছে। রাস্তায় গাড়ী দাড় করিয়ে করা হচ্ছে লোড আনলোড। এ সময় পথচারিদের দুর্ভোগ হলেও তারা নিশ্চুপ।
এ ধরনের ব্যবসা চলছে পাওয়ার হাউজের সামনে রেললাইন ঘেঁষা রাস্তায়। চিনা মসজিদ সংলগ্ন খ্রীস্টান কবর স্থানের সামনে। রংপুর সড়কের বাঙ্গালীপুর হয়ে বিসিক শিল্পনগরী সংলগ্ন রাস্তায়।
আদর্শ কলেজ রাস্তায়। কুন্দল কবর স্থানের সামনের রাস্তাসহ অনেক সড়কে।
রাস্তার পাশে পাথর, বালু ও খোয়ার ব্যবসা নিয়ে সবুজ নামে এক ব্যবসায়ি বলেন, যারা এ ধরনের কাজ করছে তারা অমানুষ। ব্যবসা করতে হলে নিজের জায়গায় মালামাল রেখে করতে হবে। জনগনের চলাচলের রাস্তায় মালামাল রেখে তারা যানজট সৃস্টি করছে। তাদের এ ধরনের কার্যক্রমে দুর্ঘটনার আশংকা রয়েছে।
রসুলপুরের রিকশা চালক ভুট্টু,অফিসার কলোনীর অটোচালক আলম,পথচারি আশরাফুল আলম জানান, এমনিতেই শহরের সড়কগুলোতে প্রতিদিনই দীর্ঘ সময় ধরে তীব্র যানজট লেগে থাকে। তার ওপর সড়ক ঘেষে বালু,পাথর, খোঁয়া স্তুপ করে ব্যবসায় জনদুর্ভোগ বেড়েছে। শহরের সচেতনমহল এগুলো সড়িয়ে নিতে পৌর প্রশাসক নুর ই আলম সিদ্দিকীর হস্তক্ষেপ কামনা করছেন।