পীরগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের মানববন্ধন

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৪:১৫ পিএম
পীরগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে রংপুরের পীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 ঘন্টাকালব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্টারগার্টেন সোসাইটির কেন্দ্রিয় কমিটির সাংগাঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান সাইদুর, শিক্ষক নুরে আলম, মোতাল্লেব হোসেন, মিজানুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ । এতে বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখসহ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনো ভাবেই মেনে নেয়া যায় না। বক্তারা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরও বলেন সারা দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেয়া হবে না। তাই তারা এ ব্যাপারে সরকারের আশ হস্তক্ষেপ দাবি করেছেন। পরে কিন্ডারগার্টেন শিক্ষদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের মাধ্যমে প্রধান উপদেষ্ঠা বরাবর স্বারকলিপি প্রদান করেন। উক্ত মানববন্ধনে উপজেলার সকল কিন্ডার গার্টেনের শিক্ষক/শিক্ষিকাগন উপস্থিত ছিলেন ।

আপনার জেলার সংবাদ পড়তে