দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল এলাকায় মাদক সেবনকারীদের হামলায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে।এলাকাবাসী ও আইন প্রয়োগকারী সংস্থা সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ জুলাই) রাত সোয়া ৮ টার দিকে দিঘলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল এলাকার বাসিন্দা মোঃ নাজির শেখের পুত্র মোঃ আরাফাত হোসেন এবং আরাফাতের মা মোছাঃ আঞ্জুমান আরা বেগমকে ১। মোঃ মোমিন হোসেন(২৪), ২। মোঃ তারেক হোসেন (২৪), ৩। মোঃ বিল্লাল হোসেন (২৪), ৪। আশিক হোসেন (সকলেই মাদকাসক্ত) লাঠি দিয়ে মেরে রক্তাক্ত করে যখম করে।
অতঃপর, পৌণে ৯ টায় আহত ব্যক্তিদ্বয় এবং তার স্ত্রী ভ্যান যোগে অত্র কন্টিনজেন্ট এ আগমন করলে তৎক্ষণাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
উল্লেখিত, ব্যক্তিগণ আহত ব্যক্তিদ্বয়ের বাড়ির পাশে নিয়মিত মাদক (গাঁজা) সেবন করে। গতকাল রাতে ব্যক্তির বাড়ি হতে ২টি চিনা হাস এবং ১টি টিউবওয়েল চুরি হয়ে যায়। গত বুধবার রাত ৮ টার দিকে তারা মাদক সেবনের জন্য আগমন করলে সন্দেহজনক তাদেরকে জিজ্ঞাসাবাদ করায় ব্যক্তিগণ তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে আহত করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আইনের আশ্রয় নিলে তাদেরকে আবারও মারার হুমকি দেওয়া হয়।
উল্লেখ্য, এ প্রেক্ষিতে আহত ব্যক্তির পরিবার কর্তৃক থানায় এবং অত্র কন্টিনজেন্ট এ লিখিত অভিযোগ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা যায়।