দেবহাটার নওয়াপাড়ার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৪:২৯ পিএম
দেবহাটার নওয়াপাড়ার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত

দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাওছার আলী মোড়ল নির্বাচিত হয়েছেন। বৃহষ্পতিবার ২৪ জুলাই দুপুরে বিএনপির নমিনেশন বোর্ড কাওছার মোড়লকে সভাপতি হিসেবে ঘোষনা করেন। 

জানা গেছে, সম্প্রতি বিএনপির নেতৃবৃন্দ তৃনমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করার জন্য ওয়ার্ড পর্যায় থেকে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত করার প্রক্রিয়া শুরু করেন। সেই হিসেবে নেতৃবৃন্দ নির্বাচনের তারিখ ঘোষনা করে নির্বাচনী সিডিউল ঘোষনা করেন। ইতিমধ্যে সদস্য ফরম পূরন শেষ করে দেবহাটা উপজেলার অন্যান্য ইউনিয়নের মতো নওয়াপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের জন্য ফরম বিক্রি করা হয়। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একাধিক মনোনয়ন ফরম বিক্রি করা হয়। তার আলোকে নওয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সভাপতি পদের জন্য নওয়াপাড়ার বেজোরআটি গ্রামের কামাল উদ্দীন মোড়লের ছেলে কাওছার আলী মোড়ল নমিনেশন ফরম ক্রয় করেন। নমিনেশন ক্রয় ও প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আর কোন প্রার্থী নমিনেশন ফরম ক্রয় না করার কারনে বিএনপির নমিনেশন বোর্ড কাওছার আলী মোড়লকে একক প্রার্থী হিসেবে বিজয়ী ঘোষনা করেন। কাওছার আলী মোড়ল সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে বিএনপির সকল নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।