রাজশাহীর চারঘাটে কিশোর কন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১০টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে কিশোর কন্ঠ ফাউন্ডেশন রাজশাহী জেলার (পূর্ব) আয়োজনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ৫৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা এ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ ফাউন্ডেশনের এমন উদ্যোগ প্রশংসা করেন। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের অধ্যাপক ড. আহমেদ ইমতিয়াজ বুলবুল, রাজশাহী জেলার সহকারী পরিদর্শক আবদুল্লাহ আল মাহমুদ ও কিশোর কন্ঠ ফাউন্ডেশন রাজশাহী জেলার (পূর্ব) চেয়ারম্যান রুবেল আলী ও ভাইস চেয়ারম্যান আব্দুর রব। চারঘাটের কেন্দ্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন রায়হানুল হক। এক শিক্ষার্থীর বাবা আমজাদ হোসেন বলেন, এটা শুধু পরীক্ষা না এটা বাচ্চাদের মেধা এবং প্রতিভা যাচাইয়ের প্লাটফর্ম। এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী যেন নিজেদের মেধাকে বিকশিত করতে পারে সেজন্য কিশোরকণ্ঠকে আমরা অনুরোধ করছি এ প্রয়াস অব্যাহত রাখার জন্য। কিশোর কন্ঠ রাজশাহী জেলার (পূর্ব) চেয়ারম্যান রুবেল আলী বলেন, শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি মেধা বিকাশে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি। তারই অংশ হিসাবে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় জেলার ৩ হাজার ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষণে প্রতিযোগিতামূলক স্পৃহা বৃদ্ধি পাবে, পাঠভ্যাস গড়ে উঠবে, সমাজে কিশোর অপরাধ হ্রাস পাবার পাশাপাশি শিক্ষার্থীরা মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে। শিক্ষার্থীদের সুষ্ঠু মেধা বিকাশে আমরা আগামীতেও এ ধরনের কার্যক্রম চলমান রাখবো।