কাহারোল উপজেলায় পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। দিনাজপুরের কাহারোল উপজেলায় বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটির আয়োজনে ্পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পত্র বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে। সকাল ১১টায় প্রায় পাচশত জন শিক্ষক মানব বন্ধ করেন। মানব বন্ধে বক্ত্যব রাখেন, আলআজাহারি মাদ্রাসার পরিচালক মোঃ জাকিরুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোঃ আসাদ আলী ও আল মামুন প্রমুখ।