বালিয়াকান্দিতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

এফএনএস (জাকির হোসেন; বালিয়াকান্দি, রাজবাড়ি) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৫:১৬ পিএম
বালিয়াকান্দিতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

 রাজবাড়ীর বালিযাকান্দিতে ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দূর্ঘনায় ছাত্র - ছাত্রী ও অভিভাবক নিহতদের ঘটনায় তাদের আত্মার মাগফেরত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে উপজেলা বিএনপি। বুধবার রাতে উপজেলা বিএনপির আয়োজনে, বিএনপির অস্থায়ী কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সাধারণ মীর মনিরুজ্জামান বাবুর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে মিলাদ দোয়া মাহফিলে বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আযম চুন্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডল, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, বিএনপি নেতা মহসিন খান, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শামসুদ্দিন আহম্মেদ সাত্তার প্রমুখ। এসময় উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পাঠ করান জাতীয়তাবাদী বালিয়াকান্দি ওলামা দলের সভাপতি রুহুল আমীন।

আপনার জেলার সংবাদ পড়তে