বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) মাসিক ম্যাক্রোইকোনমিক ইনসাইটস (এমএমআই) প্রকাশন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বললেন, “এনজিও ও কর্পোরেট পলিসি দিয়ে সরকার চলে না। এনজিও ও কর্পোরেট প্রতিষ্ঠানের মতো দেশ চালালে বিপর্যয় হতে পারে। কেননা এনজিও চালানো আর দেশ চালানো সম্পূর্ণ আলাদা বিষয়।”
পিআরআই কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান ড. জাইদী ছাত্তার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাইদী ছাত্তার ও পিআরআই-এর মুখ্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।
জুলাই অভ্যুত্থানের ২ বছর আগেই বিএনপি সংস্কার প্রস্তাব দেয় জানিয়ে তিনি বলেন, বিএনপি সংস্কার চায় না এমন অপবাদ দেওয়া অযৌক্তিক।