কুড়িগ্রামের রাজারহাটে মাংস ব্যবসায়ীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৪জুলাই) দুপুরে উপজেরা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত প্রশিক্ষনে উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলীর সভাপতিত্বে প্রধান অতিতির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আলহাজ্ব আব্দুল লতিফ মিয়া, প্রেসক্লাব রাজারহাট এর সাধারন সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ প্রমূখ। প্রশিক্ষনে যত্রতত্র পশু জবাই না করে নিদিষ্ট স্থানে প্রানি সম্পাদ অধিদপ্তরের চিকিৎসকের উপস্থিতিতে পশু জবাই করে মাংস বিক্রির দিক নির্দেশনা দেয়া হয়।