নকলায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৭:৩১ পিএম
নকলায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

শেরপুরের নকলায় বজ্রপাতে মো. সুজন মিয়া (২০) নামে এক কাঠ ফার্নিচার শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি গ্রামের মোজাকান্দা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সুজন মোজাকান্দা এলাকার ফয়জল মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, সুজন মিয়া বৃহস্পতিবার সকালে পলাশকান্দি কাজী বাড়ির পিছনে নিজেদের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করতে যান। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে জমিতে চাষ দেওয়া অবস্থায় হঠাৎ বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় শামীম মিয়া জানান, সুজন মিয়া নকলা বাজারের হামিদ ফার্নিচার দোকানে চাকারি করতেন। তবে বোরো ও আমন মৌসুমে নিজেদের জমিতে নিজেরাই চাষাবাদ করতেন। সুজন ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলেন। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে