বাজিতপুর উপজেলায় শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৭:৩৩ পিএম
বাজিতপুর উপজেলায় শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা হল মিলনায়তনে আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি স্কিম, এসইডিপি ২০২২-২০২৩ সালে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম। এই অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসাবে জেলা শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার মাকছুদা বলেন, মেধা ভিত্তিতে শিক্ষার্থীরা প্রতিবছর ন্যায় ২০২২-২০২৩ অর্থ বছরের যারা ফলাফল ভালো করেছে তাদেরকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়েছে। বর্তমান সরকার মেধাবিদের সবসময় মূল্যায়ন করে থাকেন। আরও বক্তব্য রাখেন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান সিরাজসহ গণমাধ্যম কর্মী, স্কুল কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে