উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায়

নিখোঁজ আফসানা প্রিয়ার লাশ ডিএনএ পরীক্ষায় শনাক্ত

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫, ০১:১৯ পিএম
নিখোঁজ আফসানা প্রিয়ার লাশ ডিএনএ পরীক্ষায় শনাক্ত
বিমান বিধ্বস্তে নিখোঁজ আফসানা প্রিয়ার লাশ ডিএনএ পরীক্ষায় শনাক্ত কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ থাকা আফসানা প্রিয়ার লাশ ঘটনার ৪ দিন পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে তার লাশ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন স্বজনরা। নিহত আফসানা প্রিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদিয়াশুলাই গ্রামের বাসিন্দা ওহাব মৃর্ধার স্ত্রী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহির মা। পারিবারিক সূত্র জানায়, সিআইডির ডিএনএ ল্যাবের সদস্যরা ঢাকা সিএমএইচে সংরক্ষিত লাশ ও দেহাংশ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করে। পরীক্ষার পর তাদের মধ্যেই একজন শনাক্ত হলেন নিখোঁজ আফসানা প্রিয়া। ২১ জুলাই দুপুরে দুর্ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আফসানা প্রিয়ার লাশ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার দেবর দুলাল মৃর্ধা। নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে
আপনার জেলার সংবাদ পড়তে