মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫, ০২:০৬ পিএম
মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা আবারও সীমান্ত এলাকার একটি ইটভাটার পাশ থেকে একটি বিদেশি পিস্তল (ইউএসএ), ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম গুলো এ তথ্য জানানো হয়েছে।উপজেলার নতুন পাড়া সীমান্ত থেকে মালিকবিহীন এসব অস্ত্র উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, বুধবার ভোরে নতুনপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা গোয়ালপাড়া গ্রামে জোকা মোল্লার ইটভাটার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল (ইউএসএ), ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান।

উল্লেখ্য এর আগের দিন মঙ্গলবার ১টি পিস্তল, ২ টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। বর্তমানে মহেশপুর সিমান্ত এলাকায় একর পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে