উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিশু আইমানের মৃত্যু, মৃত্যু বেড়ে ৩২

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫, ০২:১৩ পিএম
উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিশু আইমানের মৃত্যু, মৃত্যু বেড়ে ৩২

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। শুক্রবার (২৫ জুলাই) সকালে দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিশু আইমান (১০) মৃত্যুবরণ করে। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ ঝলসে গিয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সকাল ৯টা ৩২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় আইমানের মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটে ভর্তি থাকা দগ্ধদের মধ্যে এটি ১৪তম মৃত্যু।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানান, সে সময় চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ছয়জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তবে আইমানের মৃত্যুর পর এখন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, মাইলস্টোন দুর্ঘটনায় শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টা পর্যন্ত মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। এছাড়া ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৫১ জন আহত।

প্রসঙ্গত, এই দুর্ঘটনাটি গত সপ্তাহে উত্তরার মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে ঘটে, যখন বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণযান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনে আছড়ে পড়ে এবং তৎক্ষণাৎ আগুন ছড়িয়ে পড়ে। সেই মর্মান্তিক ঘটনায় শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মচারীরা আগুনে দগ্ধ হন। দেশজুড়ে এই ঘটনা ব্যাপক ক্ষোভ, শোক এবং আলোচনার জন্ম দেয়।

সরকারি তদন্ত ও উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। নিহত ও আহতদের পরিবারকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন।

আপনার জেলার সংবাদ পড়তে