“সমন্বয়হীন সরকারই সংকট ডেকে আনছে” —গয়েশ্বরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫, ০২:১৯ পিএম
“সমন্বয়হীন সরকারই সংকট ডেকে আনছে” —গয়েশ্বরের অভিযোগ

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। এই ঘটনার শোকসন্তপ্ত এক পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতার অভাব ও সমন্বয়হীনতার কারণে তারা নানা বিতর্কে জড়িয়ে পড়ছে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান গয়েশ্বর চন্দ্র রায়। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “সরকার দৃশ্যমান নয়। তারা জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় দেশের নানা সংকটের দায় এড়িয়ে যাচ্ছে। নির্বাচন যত বিলম্বিত হবে, ততই সরকারের ওপর প্রশ্ন উঠবে এবং সংকট বাড়বে।”

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মতো মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত বিমানবাহিনী কোনো দায় স্বীকার করেনি। এটি অত্যন্ত উদ্বেগজনক। এমন গুরুত্বপূর্ণ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।”

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক চর্চার অভাব স্পষ্ট। একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া দেশের মানুষ ভোটাধিকার ফিরে পাবে না।

এই সময় তিনি নিহত শিশু আনিকার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সকল পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

আপনার জেলার সংবাদ পড়তে