নীলফামারীতে দাবি আদায়ে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫, ০২:৩৪ পিএম
নীলফামারীতে দাবি আদায়ে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ বন্ধ করা হয়েছে। আর তাদের অংশগ্রহণের দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি। ২৪ জুলাই জেলা প্রশাসক কার্যালয় মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা সদরের বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক ছাড়াও অভিভাবকরা অংশ নেন। সংগঠনের জেলা সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন জেলা সচিব আজাদুল হক।

বক্তব্য বলেন, সদর উপজেলা সভাপতি চঞ্চল চ্যাটার্জী সদর উপজেলা সচিব রফিকুল ইসলামসহ অনেকে।

তারা বলেন ২০০৯ সাল থেকে ২০১৯ এবং ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্ব অর্জন করে। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে না।

এ সিদ্ধান্ত রীতিমত বৈষম্য যা মেনে নেয়ার মত নয়। মানববন্ধনে গত ১৭ জুলাইয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অবহিতকরণ পত্রটি বাতিলসহ কিন্ডারগার্টেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দাবী করা হয়। পরে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক মাধ্যম স্মারকলিপি প্রদান করেন আয়োজক সংগঠনের নেতারা।

আপনার জেলার সংবাদ পড়তে