আগুনে পুড়লো ৬ঘর: পুড়লো শিশুকন্যা আলিজা!

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৪, ১০:০৫ পিএম
আগুনে পুড়লো ৬ঘর: পুড়লো শিশুকন্যা আলিজা!

নাটোরের বড়াইগ্রামে শর্টসার্কিটে বসত বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে পুড়ে ছাই হয় বসবাসের ৬টি ঘর। সাথে ঘরে থাকা ৯মাসের শিশু আলিজারও পুড়ে মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা নামক স্থানে কায়েস মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু আলিজা কায়েস মোল্লার নাতনি। তার বাবার নাম আলতাফ হোসেন।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুণের সূত্রপাত হয়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এরই মধ্যে তার ছয় কক্ষবিশিষ্ট দালানঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়া শিশু আলিজা খাতুন আগুনে পুড়ে মারা যায়।

শ্বিশুর বাবা আলতাফ হোসেন বলেন, আমরা এক বাড়িতে বসবাস করি। বাড়িতে আগুন দেখে আমি নেভানোর চেষ্টা করতে থাকি। আমার স্ত্রী লোকজন ডাকাডাকি করতে থাকে। এরই মধ্যে আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়লে আর সন্তানকে উদ্ধার করতে পারি নাই। আমার একমাত্র সন্তানকে আগুন কেড়ে নিলো। এখন আমি কীভাবে বাঁচবো?

আপনার জেলার সংবাদ পড়তে