কয়রার উপজেলা নির্বাহী অফিসারের সাথে ইমাম পরিষদের শুভেচ্ছা বিনিময়

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫, ০৩:১১ পিএম
কয়রার উপজেলা নির্বাহী অফিসারের সাথে ইমাম পরিষদের শুভেচ্ছা বিনিময়

কয়রা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার (২৪ জুলাই)  বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী ইমাম পরিষদের নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন সমাজের আইন শৃঙ্খলা রক্ষায় ইমামরা গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে থাকে। সে জন্য কয়রার উন্নয়নে তিনি ইমামদের সার্বিক সহযোগিতা কামনা করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, মাওলানা শেখ সাইফুল্লাহ, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা আয়ুব আলী, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা আঃ রহিম হাফেজ মনিরুজ্জামান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে