বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মত বিনিময়

এফএনএস (জি.এম.হিরু; দিনাজপুর) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫, ০৩:৩৪ পিএম
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মত বিনিময়

গতকাল শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও আঞ্চলিক  শ্রম  দপ্তর দিনাজপুর এর আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন। 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব এ এইচ এম সফিকুজ্জামান শুক্রবার সকাল সাড়ে ৯টায় আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর কার্যালয় পরিদর্শনে আসলে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি নং রাজ-২৯৩৬) এর সভাপতি জিএম হিরু এর নেতৃত্বে জেলার সাংবাদিকবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হোন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান, সাংবাদিক নেতা মোঃ ফরহাদ রহমান, আবেদ আলী, আরিফুর রহমান, চন্দন মিত্র, পরিমল চন্দ্র দাস, বেলাল হোসেন, হেলাল হোসেন, চঞ্চল, যাদব চন্দ্র সহ অন্যান্য সহকর্মীবৃন্দ।


আপনার জেলার সংবাদ পড়তে