পিরোজপুরের কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জনবল সংকট থাকার কারণে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগীরা। বর্তমানে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের ছয়টি পদের ভিতর চারটি পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান পিরোজপুর সদর ও ইন্দুরকানি এই দুইটি উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করেন। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হিসাব রক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার ম্যান ও অফিস সহায়ক এই চারটি পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। অফিসে বর্তমান অবস্থা নাজুক। তালা খোলার কোন লোক নেই। অনেক সময় বাধ্য হয়ে উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসার তাকেই তালা খুলে অফিসে ঢ়ুকতে হয়। জনবল আছে শুধু একজন নিরাপত্তা প্রহরী। অফিসের একমাত্র নিরাপত্তা প্রহরীকে রাতে ডিউটি করার পর দিনের বেলায় অফিসের সার্বিক কাজে সহযোগিতা করতে হয়। মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান বলেন, দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে। আমি আরও বর্তমানে দুইটি উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছি। যার ফলে বাধ্য হয়ে আমার অফিসের একমাত্র জনবল নিরাপত্তা প্রহরী অফিসের দেখবার করতে হয়। তিনি আরো বলেন, রুটিন মাফিক পরিদর্শন কাজে বিঘ্ন ঘটেছে। হিসাব রক্ষক না থাকায় বিল ভাউচার করতে খুবই সমস্যা হচ্ছে । ক্যাশবই যথাযথভাবে সময় মত মেইনটেইন করা যাচ্ছে না।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, বিষয়টি আমার অবগত আছে। বর্তমানে প্রায় প্রতিটি দপ্তরে জনবল সংকট রয়েছে। আশা করি অবিলম্বে সকল সমস্যার সমাধান হয়ে যাবে।