কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের নব-নিযুক্ত নিকা রেজিষ্টার মোঃ মামুনুর রশীদ এর নিয়োগের বিরুদ্ধে দিনাজপুর কাহারোল সহকারী জজ আদালত দিনাজপুর বাদী মোঃ এস্রাফুল হক ২৯/২০২৪ইং অন্য তারিখ ২৭/০৫/২০২৪ মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায় নিকা রেজিষ্টার মোঃ মামুনুর রশীদ কাহারোল উপজেলার ভেলয়া গ্রামের ২নং রসুলপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বলে প্রত্যয়ন দিয়েছেন মোঃ আনোয়ার হোসেন মানিক ইউপি চেয়ারম্যান, ৫নং সুন্দরপুর ইউনিয়ন। প্রত্যয়ন পত্রে তিনি লিখেছেন, মোঃ আল-মামুনুর রশীদ মামুন আমার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নহে বা জন্মগত এখানকার নাগরিক নহে। তার ভোটার আইডি কার্ডে নাম রয়েছে মোঃ মামুনুর রশীদ, জন্ম তারিখ- ২৫/১২/১৯৯৫ এবং রসুলপুর ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন ব্যক্তির নাম আল-মামুনুর রশীদ, পিতা- মোঃ জমির উদ্দীন, মাতাঃ গোলবানু, জন্ম স্থানঃ ভেলয়া, ২নং রসুলপুর ইউনিয়ন। স্থায়ী ঠিকানা ব্যবহার করেছেন গ্রামঃ ভেলয়া, ইউনিয়ন- রসুলপুর, ডাকঘরঃ সাধুর বাজার, উপজেলা কাহারোল, জেলাঃ দিনাজপুর। নিকা রেজিষ্টার মোঃ মামুনুর রশীদ, বর্তমান ঠিকানা দেছিয়েছেন ইউনিয়ন সুন্দরপুর, ডাকঘরঃ দশমাইল, উপজেলাঃ কাহারোল , জেলাঃ দিনাজপুর। গতকাল শনিবার সকাল ১১টায় সুন্দপুর ইউনিয়নের পূর্ব সাদীপুর গ্রামে গিয়ে তাকে তার বাড়ীতে যাওয়া যায় নাই। বাড়ীটি তালা বন্ধ রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে কথা হলে তারা বলেন, ২ বছর থেকে এখানে থাকেন মোঃ মামুনুর রশীদ।