সিলেট বিভাগীয় কমিশনার

সিলেট স্বাস্থ্যখাতের চিকিৎসক ও জনবল সংকট দূরীকরণে সরকার আন্তরিক

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫, ০৪:৪৪ পিএম
সিলেট স্বাস্থ্যখাতের চিকিৎসক ও জনবল সংকট দূরীকরণে সরকার আন্তরিক

সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, রাষ্ট্র ও সরকারের সকল প্রতিষ্ঠানের কাজ হচ্ছে জনকল্যাণ ও জনআকাঙ্খার বাস্তবায়ন করা। কিন্তু দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এসব প্রতিষ্ঠান থেকে মানুষ তাদের ন্যায্য অধিকার ও সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য সবার আগে আমাদের নৈতিক ও মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। যে কোন ক্ষেত্রে সামর্থ্য না থাকলে সেবা নিশ্চিত করা যাবেনা। তাই কমিউনিটি ক্লিনিকগুলোর সংস্কার ও সামর্থ্য বাড়াতে হবে। সিলেটের স্বাস্থ্যখাতে চিকিৎসক ও জনবল সংকট দূর করতে অন্তর্বর্তী সরকার আন্তরিক। শীঘ্র্ই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, সরকারের জনকল্যাণমূখী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পরিচালিত কমিউনিটি ক্লিনিকগুলো। সমাজের অবহেলিত হতদরিদ্র মানুষগুলো সেইখানে যায়। আর যাদের অর্থ সম্পদ আছে তারা প্রাইভেট চিকিৎসা নেয়। আমাদের মনে রাখতে হবে জনগণের টাকায় আমাদের বেতন হয়। সবার আগে জন আকাঙ্খাকে প্রাধান্য দিতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে পরিচালিত কমিউনিটি ক্লিনিকগুলোর অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত ও জনবল সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। 

তিনি শুক্রবার (২৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের উদ্যোগে ও সিলেটের জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সেমিনারে জেলার বিভিন্ন উপজেলার ইউএনও, স্বাস্থ্য কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা, এলজিইডিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন পর্যায়ের শতাধিক স্বাস্থ্যকর্মী অংশ নেন।

সিলেটের জেলা প্রশাসক শের মোঃ মাহবুব মুরাদের সভাপতিত্বে ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাসির উদ্দিনের পরিচালনায় ‘প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকে কার্যক্রম জোরদারকরণ’ সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আখতারুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সূবর্ণা সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম। 

বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিয়াজুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, ব্লাস্টের এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, গণদাবী পরিষদের চৌধুরী আতাউর রহমান আজাদ, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, ওসমানীনগর উপজেলার ইউএনও জয়নাল আবেদীন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুদর্শন সেন, বিয়ানীবাজার উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী নাজমা বেগম, ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী আকরামুল হক চৌধুরী। প্রবন্ধ উপস্থাপন করেন সিলেটের সিভিল সার্জনের পক্ষে মেডিকেল অফিসার ডা: স্বপ্নীল সৌরভ রায়। 

প্রধান আলোচকের বক্তব্যে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আখতারুজ্জামান বলেন, কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীগণ নিজের পরিজনকে শামলিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করছেন। তারা সামর্থ্যরে সবটুকু উজাড় করে তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছেন। প্রতি বছর এই কমিউনিটি ক্লিনিকগুলো ১৬ কোটি মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। যা রাষ্ট্র ও সরকারের জন্য বিশাল সাপোর্ট। তৃণমূলে অবকাঠামোগত উন্নয়ন ও জনবল সংকটের বিষয়টি অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। দাতা সংস্থা ওপেক ও জাইকার  যৌথ উদ্যোগে দেশে ৫ হাজার কমিউনিটি ক্লিনিক নির্মাণের প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে