পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বৈরামপুর গ্রামে নিজ বসত ঘর থেকে রোকেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোকেয়া ওই গ্রামের মৃত মোক্তার হাওলাদারের স্ত্রী । শুক্রবার (২৫ জুলাই) পিরোজপুর সদর থানার পুলিশ খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে।
৯টা ৩০ মিনিটের দিকে স্থানীয়রা ঘরের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পিরোজপুর সদর থানা পুলিশকে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোকেয়া বেগম একাই ওই ঘরে থাকতেন। একা থাকায় প্রতিদিন সকালে প্রতিবেশীরা তার খোঁজ নিতেন। শুক্রবার সকালে সাড়া না পেয়ে পাশের দরজা দিয়ে ঘরে ঢুকে রোকেয়ার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন।
নিহত রোকেয়া বেগমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে লিটন হাওলাদার একই এলাকায় আলাদা বাড়িতে থাকেন। ছোট ছেলে মহসিন বিদেশে থাকেন এবং মেয়ে মাহফুজা আক্তার শশুর বাড়িতে থাকেন।
বড় ছেলে লিটন হাওলাদার জানান, তাদের এলাকায় একটি পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। এছাড়া তাদের আর কোন শত্রু নেই।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে তাদের ধারনা এটি একটি হত্যাকান্ড। তবে ময়নাতদন্তে এবং পুলিশের তদন্তে এ মৃত্যুর বিষয়ে প্রকৃত সত্য উদঘাটন হবে।
ঘটনা তদন্তে পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে বলে তিনি জানান।