বিরলের ভাড়াটে লাঠিয়াল নিয়ে জমি জবর দখলের অপচেষ্টার অভিযোগ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫, ০৭:৩১ পিএম
বিরলের ভাড়াটে লাঠিয়াল নিয়ে জমি জবর দখলের অপচেষ্টার অভিযোগ

বিরলের ভাড়াটে লাঠিয়াল নিয়ে দেশীয় অস্ত্র সহকারে ট্রাক্টর দিয়ে হাল চাষে জমি জবর দখলের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মারপিটে নারী-পুরুষসহ আহত হয়েছে ১১ জন। আহতরা চিকিৎসাধীন রয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের জিনইর গ্রামের মৃত বাবু চান এর ছেলে তাপস চন্দ্র রায় (৪০) জানান, একই গ্রামের জ্যোতিশ চন্দ্র (৬০) এর সাথে জমি- জমা নিয়ে দীর্ঘ বিরোধ চলে আসছে। বৃহষ্পতিবার ২৪ জুন-২০২৫) দুপুর ১.৩০ টায় দেশীয় অস্ত্র, রাম দা, লাঠি-সোডা নিয়ে ভাড়াটিয়া প্রায় ৩০-৪০ জনসহ চাষাবাদ করার জন্য ৩ টি ট্রাক্টর নিয়ে বিরোধীয় জমি চাষ করতে আসে। বাঁধা দিতে গেলে ধারালো রাম দা দিয়ে জ্যোতিশ এর হুকুমে তার সঙ্গীয় লোকজন কোপ মারে গুরুতর আহত করে। মারপিট দেখে তাপস চন্দ্র রায় এর স্ত্রী ধলী বালা (৪৫), জোতেন চন্দ্র রায়ের স্ত্রী উপাসী (৪৫), মৃত হেদেলুর স্ত্রী লক্ষী রাণী (৪০), পরিমল রায় এর স্ত্রী সুমি বালা, টাকাসুর ছেলে গোপাল চন্দ্র রায়, (৪০), পরিমলের স্ত্রী শোভা রাণি ও কোলে থাকা শিশু (পুষ্পিতা) জয়নাথ এর ছেলে পরেশ চন্দ্র, টাকাসুর ছেলে কোমল রায, যোতেন, পরেশ চন্দ্র রায়ের স্ত্রী সুমি রাণী গুরুতর আহত হয়। আহতদের আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে জ্যোতিশ চন্দ্র রায় পথে ঘাটে কাউকে একাকী পেলে জীবনে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত উপাসীর অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে