ফুলবাড়ীতে ইয়াবা সুন্দরীসহ গ্রেপ্তার ২

এফএনএস (ফুলবাড়ী,কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫, ০৮:০৫ পিএম
ফুলবাড়ীতে ইয়াবা সুন্দরীসহ গ্রেপ্তার ২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশের অভিযানে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুন্দরী যুবতী মিলে দুই মাদক ব্যসায়ী গ্রেপ্তার হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- নাটোর জেলার লালপুর উপজেলার ধানাইদহ পাড়ার মফিজ উদ্দিনের ছেলে শাহ আলম (৪০) ও পাবনা জেলার ।ঈশ্বরদী উপজেলার নতুন রুপপুর গ্রামের সেলিম রেজার সুন্দরী যুবতী মেয়ে সানজিদা ইয়াসমিন (২০)।

পুলিশ সূত্র জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্ত ঘেঁষা বারাইটারী গ্রামে ফুলবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শাহ আলম ও সুন্দরী যুবতী সানজিদা ইয়াসমিনকে চ্যালেঞ্জ করা হলে তাদের কাছ ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার ৬০০ টাকাও উদ্ধার করা হয়েছে। এই দুই মাদক ব্যবসায়ী ফুলবাড়ী থেকে মাদকের চালান নেয়ার জন্য ফুলবাড়ী সীমান্তে ঢুকে পড়ে। তারা বিভিন্ন সময় এ সীমান্তে বিজিবি ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের চালান নিয়ে গেলেও এবার ফুলিশের জালে ধরা পড়েছে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুলবাড়ীকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত থাকবে। মাদকের সাথে আমাদের আপস নেই। একটি মাদক হলেও মামলা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে