প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা থেকে কিন্ডার গার্টেন ও বে-সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দেয়ার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন কর্মসূচী ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি নুরজ্জামাল।
এতে বক্তব্য রাখেন কিন্ডার গর্টেন এসোসিয়েশনের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক সাইদুল হক, কোষাধ্যক্ষ জাহেদুল ইসলাম জব্বার ও শিশু কানননের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুবর রহমান প্রমূখ।
বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন ও বে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানান। পরে মানববন্ধন কর্মসূচী শেষ করে ফুলবাড়ী ইউএনও রেহেনুমা তারান্নুমকে মাধ্যম করে প্রধান উপদেষ্টা বরাবর ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্মারকলিপি প্রদান করা হয়।