কালিয়াকৈরের মকস বিল

একজনের লাশ উদ্ধার হলেও ২বন্ধু নিখোঁজ

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ১২:১৮ পিএম
একজনের লাশ উদ্ধার হলেও ২বন্ধু নিখোঁজ
কালিয়াকৈরে মকস বিল থেকে ১ জনের লাশ উদ্ধার হলেও ২ বন্ধু এখনও নিখোঁজ গাজীপুরের কালিয়াকৈরে মকস বিকে ঘুরতে এসে নৌকা ডুবি ঘটনায় নিখোঁজ ৩ জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরও দুজন এখনো নিখোঁজ রয়েছে।  তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি অভিযান চালিয়ে যাচ্ছেন। শনিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল রফিকুলের (১৮), লাশ উদ্ধার করে।সে সাভারের শিমুলিয়া ইউনিয়নের বাসিন্দা হালিম মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু মিলে একটি নৌকায় উপজেলার মৌচাকের মকস বিলে ঘুরতে যান। তীব্র বাতাসে হঠাৎ তাদের নৌকা ডুবে যায়। এতে তিনজন পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। এ ঘটনায় এখনও নিখোঁজ কালিয়াকৈর উপজেলার কারল সুরিচালা এলাকার শফিক মিয়ার ছেলে মেহেদী হাসান(১৮) ও একই গ্রামের বাবুল মিয়ার ছেলে শিমুল (১৯) কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে রফিকুল নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বাকিদের উদ্ধারে কাজ চলমান।
আপনার জেলার সংবাদ পড়তে