বিরলে নোনা নদীর পাড়ের গাছ কাটার সময় বীট অফিসার কর্তৃক গাছ উদ্ধার

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৩:১৩ পিএম
বিরলে নোনা নদীর পাড়ের গাছ কাটার সময় বীট অফিসার কর্তৃক গাছ উদ্ধার

বিরলের বিজোড়া ইউনিয়নের ইভিরামপুর (বাহইল) গ্রামে নোনা নদীর পাড়ের গাছ কাটার মহোৎসবে নেমেছে এলাকার প্রভাবশালী হবিবর রহমান। যেন দেখার বা বলার কেউ নাই! অভিযোগ রয়েছে আগে রাতের আঁধারে গাছ কেটে সাবাড় করেছেন আর এখন দিনে দুপুরে। সংবাদ পেয়ে বীট অফিসার মহসীন আলী গাছগুলো উদ্ধার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উপস্থিত সংবাদমাধ্যম কর্মীদের স্থানীয়রা অভিযোগে জানান, বরেন্দ্র মহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক মরা নোনা নদী খননের পর পানির প্রবাহ নিশ্চিত করা হয়েছে এবং পাড়গুলো রক্ষায় বৃক্ষরোপণ করা হয়েছে। অথচ পার্শ্ববর্তী বিজোড়া ইউনিয়নের নাসের মোহাম্মদের ছেলে হবিবর রহমান শনিবার (২৬ জুলাই-২০২৫) ১৫ টি ইউক্লিপ্টাস গাছ কেটে বিক্রি করছেন। হবিবর রহমান এর ছেলে বিজোড়া ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য কাওছার এর হয়রানি ও নির্যাতনের ভয়ে এলাকার কেউ কোথাও অভিযোগ করতে পর্যন্ত সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন।

হবিবর রহমান জানান, পার্শ্ববর্তী জমি তিনি একসময় বর্গাচাষকালীন গাছগুলো রোপন করেছেন। এখন জমি চাষ না করলেও তিনি ব্যাক্তিগত প্রয়োজনে গাছগুলো কেটে বিক্রি করছেন।

বীট অফিসার মহসীন আলী জানান, কর্তনকৃত গাছগুলো উদ্ধারপূর্বক পলাশবাড়ী ইউনিয়ন পরিষদে রাখা হবে। কাগজপত্র/মালিকানা যাচাইপূর্বক পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হবে। তবে এলাকাবাসী গাছ খেকো হবিবর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে