চিলমারীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও সভা

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৩:১৪ পিএম
চিলমারীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও সভা

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সারাদেশে একযোগে জুলাই পুুনর্জাগরণের মাধ্যমে সমাজ গঠন অনুষ্ঠান উপলক্ষে “সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ বাক্য পাঠ” উপলক্ষে আহত ছাত্রদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল বারী সরকার, বিশেষ অতিথি চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল হক উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির আহাম্মেদ, উপজেলা জামায়াত প্রতিনিধি মোঃ হযরত আলী, জুলাই বিপ্লবে আহত ছাত্র মোঃ আল আমিন, চিলমারী প্রেস ক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু প্রমূখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে