সায়িমা পেলো বনফুল স্টার এসএসসি ২০২৫ অ্যাওয়ার্ড

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৩:১৬ পিএম
সায়িমা পেলো বনফুল স্টার এসএসসি ২০২৫ অ্যাওয়ার্ড

বনফুল শিক্ষা পরিবারের বনফুল স্টার এসএসসি ২০২৫  নির্বাচিত হয়েছে বনফুল একাডেমিক কোচিংয়ের কৃতি শিক্ষার্থী সায়িমা ফেরদৌস। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে শহরের খরমপুরস্থ বনফুল ক্যাডেট একাডেমি ক্যাম্পাসে  আয়োজিত এসএসসি কৃতি শিক্ষার্থী ২০২৫ সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন বনফুল একাডেমিক কোচিংয়ের পরিচালক কাজী মাজহারুল ইসলাম। এ সময় বনফুল একাডেমিক কোচিংয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন । সায়িমা শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয় । তার প্রাপ্ত নম্বর ১২২০ । 

সায়িমা শেরপুর প্রেসক্লাব সহ সভাপতি শাহরিয়ার মিলটন এবং শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আঞ্জুমান নাহারের বড় সন্তান।  

বনফুল একাডেমিক কোচিংয়ের পরিচালক কাজী মাজহারুল ইসলাম জানান ,পূর্বের ঘোষণা অনুযায়ী আমাদের যেসব শিক্ষার্থীরা এ বছর এসএসসিতে গোল্ডেন এ প্লাস ও এ প্লাস পেয়েছে তাদের সংবর্ধনা দেয়া হলো । সেসঙ্গে এসএসসি প্রস্তুতি কোচিং চলাকালে প্রতিদিনের পরীক্ষা ও সাপ্তাহিক পরীক্ষার মূল্যায়ন সর্বোপরি এসএসসির চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত সায়িমা ফেরদৌসকে এ বছরের বনফুল শিক্ষা পরিবারের বনফুল স্টার এসএসসি ২০২৫ নির্বাচিত করা হয়েছে।  আমি আমাদের কৃতি শিক্ষার্থী সায়িমার জীবনের প্রতিটি ধাপে নিরন্তর সফলতা কামনা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে