শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর ও সাবেক ছাত্রনেতা জাকির খান সহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, অর্ন্তর্বিত সরকার দেশের সব শ্রেণির মানুষের সমর্থন নিয়ে আজকে দেশ পরিচালনা করছেন। তারা একটা জায়গায় গিয়ে সবচেয়ে বড় হোঁচট খেয়েছেন। সেটা হচ্ছে দ্রব্য মূল্যের দাম কমাতে না পারা। সাধারণ মানুষ এখন প্রশ্ন করে বলে, আগে সংসার নাকি সংস্কার। কারণ মানুষের এখন সংসারই তো চলছে না। প্রতিটি জিনিসের মূল্য লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথাব্যথা নেই।
তিনি আরও যোগ করে বলেন, আজকে সংস্কার বা অন্য কোনো অজুহাত দেখিয়ে দিনের পরদিন মানুষকে অধিকার থেকে বঞ্চিত রাখার কোনো যুক্তি আপনারা খুঁজে বের করতে পারবেন না। যদি তাই হয় তাহলে আবারও বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জেলায় জেলায় যেতে হবে এবং বিভাগে বিভাগে সমাবেশ করতে হবে। বাংলাদেশের মানুষ তাদের জীবন ধারণের জন্য সামান্য জিনিস কেনার ক্ষমতা কেন নেই। বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না। কেন কালোবাজারি মজুতারদেরকে ধরতে পারছেন না। কেন সীমান্ত হত্যা বন্ধ করতে পারছেন না। বাংলাদেশের মানুষের সাহস এবং বিশ্বাসের উপর ভিত্তি করে যে রায় আপনাদের পক্ষে দেয়া হয়েছে, সে রায় যথাযথ বাস্তবায়ন কেন করতে পারছেন না। কোথায় সমস্যা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্দেশ্য করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন আর জনগণ আপনাকে দেশছাড়া করেছে।