নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৫:২২ পিএম
নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা

মাদকমুক্ত সাজ গঠনের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন, মাদক উৎপাদন, রক্ষণ, ক্রয় বিক্রয় এবং পরিবহন দন্ডনীয় অপরাধ” এই প্রতিপাদ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার মাছুরখামার এলাকার যুব সমাজের আয়োজনে শুক্রবার (২৫ জুলাই) রাত ১০টায় মাছুর খামার বাঁশেরতল বাজারস্থ শহীদ খালেকুজ্জামান ঈদগাহ মাঠে মাদক মুক্ত সমাজ গঠন ও প্রতিকার নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মোজাম্মেল হক সরকারের সঞ্চালণায় এবং সাবেক সিনিয়র  ওয়ারেন্ট অফিসার শহীদুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা। এছাড়াও বিবাহ নিবন্ধক (কাজী) আমজাদ হোসেন, গণমাধ্যমকর্মী হাফিজুর রহমান হৃদয়, স্থানীয় আব্দুস সামাদ, খন্দকার মিল্টন, ওমর ফারুক উজ্জ্বল, আশরাফুল ইসলাম, হাসান আলী সবুজ, সাইফুর রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

মাদকের বিরুদ্ধে সকল প্রকার প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়ে এ সময় অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ওই এলাকার মাদক কারবারী, মাদক সেবনকারী ও ক্যাসিনো খেলায়োরদের উদ্দেশে হুশিয়ারি দিয়ে জানান, এই এলাকার কোনো যুবক কিংবা যেকেউ যদি মাদক ও ক্যাসিনোর সাথে জড়িত থাকে তাহলে সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষনা করা হলো। এলাছাড়াও তিনি মাদক সেবন, গ্রহণ, সরবরাহকারীসহ জড়িতদের বিরুদ্ধে এলাকার সচেতন মহলকে সচেতন থেকে প্রশাসনকে সহযোগিতার নির্দেশনা প্রদান করেন। যাতে পরবর্তীতে কেউ এ ধরনের অনৈতিক কাজের সাথে জড়িয়ে না পড়ে। 

আপনার জেলার সংবাদ পড়তে