জীবনে বড় বড় চাকরি পেতে হলে বি.এ পাশ করার আগে বিয়ে নয়। অনেক চেষ্টা করেও বাল্যবিয়ে নিয়ন্ত্রণ করতে পারছি না। বাল্যবিয়ের জন্য পুষ্টির অভাব নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। উন্নয়ন বলতে বুঝায় মানব সম্পদের উন্নয়ন। ৫৪ বছরের কেউ দেশকে মা বানাতে পারিনি। এ যাবত অনেক শিক্ষা কমিশন হয়েছে। কোনোটাও বাস্তবায়ন করতে পারি নাই। কারিগরি শিক্ষাকে কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করছি। এবার যেই রেজাল্ট হয়েছে এটাই আসল রেজাল্ট। এই বছর জিপিএ-৫ এর সংখ্যা কম। যারা পেয়েছে তারা আসলেই মেধাবী। তাই তোমরা বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত হও। সিলেবাস সংস্কার চলছে জাতীয় বিশ^বিদ্যালয়ে। সামনে ডিগ্রী পর্যায়ের মূল্যায়ন অন্যভাবে হবে। জাতীয় বিশ^বিদ্যালয়ের সিলেবাসে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করে দিচ্ছি। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আপনারা রাজনীতি করেন ভালো কথা। রাজনীতি ছাড়া সমাজ চলতে পারে না। দেশ পরিচালনার জন্য রাজনীতি দরকার। তবে রাজনীতিকে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে টেনে আনবেন না। গাজীপুরের কালীগঞ্জে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এসব কথা বলেন।
স্বাগত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেন, উত্তরার মাইলস্টোন স্কুলের হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তোমরা যারা জিপিএ-৫ পেয়ে ভাল ফলাফল করেছো তাদের দায় দায়িত্ব অনেক বেড়ে গেছে। তোমরা আগামীতে দেশের জন্য কাজ করবে এই প্রত্যাশা করি।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নাগরী ইউনিয়নস্থ কালব রিসোর্ট কনভেনশন সেন্টারে উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা ও ঢাকা কলেজ শাখার ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবিএম আবু বকর সিদ্দিক এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, শিক্ষার্থী আহমেদ ওয়ালিদ রেজা, অপ্সরী ক্লারা গমেজ, সাদিয়া আক্তার বর্ষা, ইসরাত জাহান আখি, চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেনুকা ইয়াসমিন, জামালপুর আর. এম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান খান লাভলু, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুদ্দীন সিকদার প্রমুখ।
এ সময় অন্যান্যের মাঝে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্ট, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, জামালপুর ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর কবির, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোন্তাজ উদ্দিন মাষ্টার, পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহিম প্রধান সহ উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ১৩২জন শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্বাগত বক্তা উপহার হিসেবে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের ক্রেস, মগ, সনদপত্র ও পাটের ব্যাগ প্রদান করেন।