মির্জাপুর গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটির সভা

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৬:০৫ পিএম
মির্জাপুর গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটির সভা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটির সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ধর্মসারথী ভদন্ত শাসনানন্দ মহাথেরো বি এ (সন্মান) এম এ (ফাস্ট ক্লাশ)। সভার শুরুতে ঢাকার দিয়াবাড়িতে মাইলস্ট্রোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান দূর্ঘটনা দুই শিক্ষক, একজন বৈমানিক ও শিক্ষা প্রতিষ্ঠানে নিহত শিক্ষার্থীদের  আুুত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা ও পূণ্যদান করা হয়। সভায় বিহারে নব নির্মিত  দ্বীতল ভবনের কাজ দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। তাছাড়া আগামী ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত নব নির্মিত দ্বিতল ভবনে বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহাকারুনিক গৌতম বুদ্ধ প্রবর্তিত চিত্ত ও মন পরিশুদ্ধির জন্য বিদর্শন ভাবনা কোর্স অনুষ্ঠানের প্রস্তাব ও বৌদ্ধদের অন্যতম পবিত্র শুভ মধু পূর্ণিমা উৎসবের পরদিন বিদর্শন ভাবনা কোর্সের সমাপনী দিনে বিহারের আজীবন অধ্যক্ষ, বাংলাদেশ সংঘরাজ   ভিক্ষু মহাসভার সফল সাধারণ সম্পাদক প্রয়াত  পন্ডিত ভদন্ত শান্তপদ মহাথেরো এর  স্মরন সভা, অস্ট উপকরনসহ সংঘদানের প্রস্তাব গৃহীত হয়। অনুষ্ঠান সফল করার জন্য গৌতমাশ্রম বিহারের আওতাধীন সমাজের প্রত্যেক পাড়া ভাগ করে স্বেচ্ছাসেবক মনোনীত করার বিষয়ে উপস্থিত সকালে একমত পোষন করেন। অনুষ্ঠান সূচী প্রচারের জন্য প্রচারপত্র ও ব্যানার তৈরি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সর্বপরি এই মহতী অনুষ্ঠান সফল করতে আগামী ৫ আগস্ট বিকাল চারটায় মির্জাপুর গৌতমাশ্রম বিহারের নান্দনিক ৬ষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে  একটি সাধারণ সভা আহ্বানের প্রস্তাব গৃহীত হয়। অনুষ্ঠানের সফলতার জন্য মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘকে দায়িত্ব অর্পণ করা হয়। বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ লায়ন অনুপম বড়ুয়া এর  সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উল্লেখিত বিষয়াদি  নিয়ে আলোকপাত করে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন  প্রবীন সমাজ কর্মী বিজয় দর্শন বড়ুয়া, লোকনাথ বড়ুয়া, জয়দত্ত বড়ুয়া, নিপন বড়ুয়া,  সন্তোষ বড়ুয়া বটন, অবিরন বড়ুয়া,  সুব্রত বড়ুয়া বন্ধন, সুজন বড়ুয়া মামুন প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে