গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এই অভিযানের অংশ হিসাবে শনিবার ২৬ জুলাই ২০২৫ তারিখ রাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে একটি মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী আলাউদ্দিন ভূইয়া (৪৬) কে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ১১ পিস ইয়াবা, ৩টি ছুরি, ৪টি গ্যাস লাইট এবং ২টি ফয়েল পেপার উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।