চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ (ভার্চুয়াল) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় উপজেলা সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় গোমস্তাপুরের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার
সফিকুল ইসলামের সঞ্চালনায় ভার্চুয়াল শপথ পাঠ শেষে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তা রাইসুল ইসলাম, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী কামাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠক শিক্ষক আবু মাসুদ, জুলাই যোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা যুগ্ম আহবায়ক রাশেল আলী, জুলাই যোদ্ধা মোত্তাকিম,জুলাই কন্যা উম্মে হাবিবা হিমা। আলোচনা শেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।